Bangladesh

BNP files 242 candidates

BNP files 242 candidates

Bangladesh Live News | @banglalivenews | 11 Dec 2018, 05:20 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১১: একাদশ সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের জোটসঙ্গী দলগুলো মিলিয়ে ২৯৮টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী থাকছে। সঙ্গীদের মধ্যে জামায়াতেই ভরসা বিএনপির।

বিএনপির নতুন-পুরনো জোটসঙ্গী মিলিয়ে সব দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও একমাত্র এলডিপির অলি আহমদ নিজ দলের প্রতীক ‘ছাতা’ নিয়ে ভোটের লড়াইয়ে নামবেন। এছাড়া কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর নেতা হামিদুর রহমান আযাদ বিএনপির সমর্থন পাচ্ছেন।

 

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে রোববার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যেই দলগুলো থেকে ৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী তালিকা দুই প্রধান দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি এবার ২০ দলীয় জোটের বাইরে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

 

৩০০ আসনের মধ্যে ২৪২টিতে বিএনপি নিজ দলের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। এর বাইরে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামকে সাতটি, জেএসডিকে চারটি, নাগরিক ঐক্যকে চারটি, কৃষক শ্রমিক জনুা লীগকে চারটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।


২০ দলীয় জোট শরিকদের মধ্যে এলডিপিকে পাঁচটি, খেলাফত মজলিশকে দুটি, জমিয়তে উলামায়ে ইসলামকে তিনটি, জাতীয় পার্টিকে (কাজী জাফর) দুটি, বিজেপিকে একটি, কল্যাণ পার্টিকে একটি, এনপিপিকে একটি, লেবার পার্টিকে একটি, পিপিবিকে একটি করে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। অর্থাৎ বিএনপির ২০ দলীয় জোটের এই শরিকরা ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদের মধ্যে এলডিপির চার নেতা ধানের শীষ প্রতীক নিলেও দলটির চেয়ারম্যান অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে ভোট করবেন নিজের দলের প্রতীকে।


২০ দলীয় জোটের শরিকদের মধ্যে নিবন্ধনহীন জামায়াতে ইসলামীকে ২২টি আসন ছেড়ে দিচ্ছে বিএনপি। ইসিতে দেওয়া তালিকায় তাদের দলের নাম বিএনপি লেখা হয়েছে। এসব আসনের প্রায় সব কটিতে জামায়াতের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে লড়লেও কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আযাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলাদা প্রতীকে ভোট করবেন। শরিকদের জন্য বিএনপির ছেড়ে দেওয়া কিছু আসন নিয়ে গোলযোগ বেঁধেছে; ওই আসনগুলোতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা ঢাকায় এসেও বিক্ষোভ করছেন। কয়েকটি স্থানে বিএনপির প্রার্থী নিয়েও ক্ষোভ-বিক্ষোভ চলছে।


দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে এই প্রথম সংসদ নির্বাচন করতে যাচ্ছে বিএনপি। তার জন্য তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হলেও দ-ের কারণে সেগুলো বৈধতা পায়নি। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে বিএনপির প্রার্থী ছিল। ওই নির্বাচনে জামায়াতে ইসলামীসহ জোট শরিকদের ৪১টি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি।