Bangladesh

BNP targeting to disrupt polls by meeting secretly with the ISI: Kader

BNP targeting to disrupt polls by meeting secretly with the ISI: Kader

Bangladesh Live News | @banglalivenews | 10 Dec 2018, 10:53 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১১: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্ট জনগণের সাড়া না পেয়ে এখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে গোপন বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।’

সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল।

 

২১ আগস্ট গ্রেনেড হামলার প্ল্যানার, মাস্টারমাইন্ড, দন্ডিত পলাতক সাজাপ্রাপ্ত আসামির নেতেৃত্বে যে ঐক্যফ্রন্ট চলছে সে ঐক্যফ্রন্টের সঙ্গে বাংলাদেশের জনগণ নেই। তারেক রহমান লন্ডনে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পাকিস্তানের দূতাবাসে গোপন বৈঠকে এই ষড়যন্ত্র করছেন। নির্বাচন বাংলাদেশে, ভোট দেবে এ দেশের জনগণ, এতে পাকিস্তানের কী করার আছে। বিএনপি যদি মনে করে, ২০১৪ সালের পুনরাবৃত্তি ঘটাবে এমন ধারণা অবান্তর। দেশের জনগণ সর্ব শক্তি দিয়ে তা প্রতিহত করবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশে যথাসময়ে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’


ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে বিদেশীদের কাছে স্বীকৃত। দন্ডিত ও পলাতক আসামির নেতৃত্বে যে দল চলছে তাদের দ্বারা দেশ চালানো সম্ভব নয়।’

 

তিনি আরও বলেন, ‘বিএনপির ঘরের বিবাদ বাইরে ছড়িয়ে পড়ছে। বিএনপি অফিসে দফায় দফায় হামলা চালাচ্ছে এবং তালা ঝুলিয়ে দিচ্ছে মনোনয়ন বঞ্চিতরা। তারা সংকটে পড়েছে মনোনয়ন বঞ্চিতদের দ্বারা। তাদের দাবি হয় টাকা ফেরত দাও নইলে মনোনয়ন দাও। আওয়ামী লীগ অনেক আগ থেকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে টিমওয়ার্ক শুরু করেছে। যাদের মনোনয়ন দেওয়া হয়নি তাদেরকে নির্বাচনি কাজে সম্পৃক্ত করা হয়েছে। এতে করে সুফল ও পাওয়া যাচ্ছে। দলের বাহিরে বিদ্রোহী তৎপরতা থাকবে না, যা আমাদের বিজয়কে তরান্বিত করবে। নেত্রী বলেছেন, মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করা হবে।’