Bangladesh

Bodi won't be spared if found guilty

Bodi won't be spared if found guilty

Bangladesh Live News | @banglalivenews | 26 May 2018, 10:24 am
ঢাকা, মে ২৬ঃ মন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন যে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাইপাইল-আব্দুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে আজ মন্ত্রী সাংবাদিকদের এই কথা জানান।

 

ঈদের আগে এই পরিদর্শনে আসেন উনি।

 

এই মুহূর্তে দেশজুড়ে মাদক অভিযান চালাচ্ছে সরকার।

 

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এখনও পর্যন্ত ৬০ জনের উপরে মানুষ প্রাণ হারিয়েছেন।

 

কাদের সাংবাদিকদের বলেন যে সরকার মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স ঘোষণা করেছে।

 

“বদির বেয়াই ছাড় পায়নি, মাদক ব্যবসার সাথে আওয়ামী লীগ, বিএনপিসহ যেই অভিযুক্ত হউক না কেন কেউ ছাড় পাবে না। অভিযোগ প্রমাণিত হলে বদিও ছাড় পাবে না," উনি বলেন।

 

“মাদক ব্যবসায়ীদের তালিকা করা প্রস্তুত হয়েছে। তা তদন্ত করে র‌্যাব এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে," উনি বলেন।