Bangladesh

পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনা

পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনা

| | 12 Feb 2018, 07:19 am
ভ্যাটিকান সিটি, ফেব্রুয়ারি ১২ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেছেন।

জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ ও ভ্যাটিকান সফরের উদ্দেশে গতকাল রোম পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

 

আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো ও পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে উনি এই সফরে গেছেন।

 

চার দিনের জন্য হাসিনা এই সফরে গেছেন।

 

আজ সিটিতে পৌঁছানোর পড়ে হাসিনাকে  ‘স্ট্যাটিক গার্ড অব অনার’দেওয়া হয়।

 

হাসিনা আজ  পোপ ফ্রান্সিস ও সেক্রেটারি অব স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের সাথে বৈঠকে বসেন।

 

বৈঠকের শেষে, হাসিনা ব্যাসিলিকা পরিদর্শন করেন।

 

গত বছর শেখ হাসিনার আমনত্রনে বাংলাদেশ সফরে এসেছিলেন পোপ।


রোমে আইএফএডির সদর দপ্তরে গভর্নিং কাউন্সিলের ৪১তম অধিবেশনে আগামীকাল বসবেন হাসিনা।

 

বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার শেষে,  ১৬ ফেব্রুয়ারি ওনার দেশে ফেরার কথা আছে।