Bangladesh

Budget session to be shorter due to Covid19
Amirul Momenin

Budget session to be shorter due to Covid19

Bangladsh Live News | @banglalivenews | 16 Jun 2020, 11:37 pm
ঢাকা, জুন ১৭ : চলতি বাজেট অধিবেশনের কার্যদিবসে আরও কাটছাঁট করা হয়েছে। অধিবেশনের কার্যদিবস পূর্বপরিকল্পিত ১২ দিনের পরিবর্তে ৮/৯ দিন চলতে পারে। এক্ষেত্রে বাজেটের ওপর আলোচনার দিন ও ঘণ্টা কমছে।

পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী সাধারণ বাজেটের ওপর আলোচনা হবে মাত্র দুইদিন ২৩ ও ২৪ জুন। অবশ্য ২৯ জুন বাজেটে অর্থ বিল পাসের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটের সমাপনী আলোচনায় অংশ নেবেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।


দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি বেড়ে যাওয়ার এবং মন্ত্রিসভার একজন সদস্য, একজন সংসদ সদস্যসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি করোনায় মারা যাওয়ার কারণে বাজেট অধিবেশনে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং মন্ত্রী-এমপিদের মধ্যে করোনায় সংক্রমণ বেড়ে যাওয়ায় কারণে চলমান বাজেট অধিবেশন কমছে।


এঙ্গলবার পর্যন্ত সংসদে কর্মরত আরো ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ইতোমধ্যে আওয়ামী লীগের কয়েকজন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত। সাবেক মন্ত্রী নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। এছাড়া গণফোরামের এমপি মোকাব্বির খান আক্রান্ত হয়েছে। এসব কারণে বাজেট অধিবেশন আরও স্বল্প করা হয়েছে।


হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, সংক্রমণ পরিস্থিতির বিবেচনায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হয়তো কার্যদিবস যতদূর সম্ভব কমিয়ে আনছেন।