Bangladesh

Bulbul hits West Bengal coast, normal life hit in Bangladesh

Bulbul hits West Bengal coast, normal life hit in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 09 Nov 2019, 10:15 am
ঢাকা, নভেম্বর ৯ঃ  ঘূর্ণিঝড় বুলবুল শনিবার রাতে ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ঊপকূলে আঘাত হেনেছে।

সেই দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উপকূলে উপস্থিত গ্রামগুলিতে বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় ঝড়ের অগ্রবর্তী অংশ পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ঊপকূলে আঘাত করে বুলবুল, সেই দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে।

 

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় "বুলবুল" উত্তর- উত্তরপূর্ব দিক থেকে আসতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে।

 

উত্তর অথবা উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার (৯ নভেম্বর) মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) বাংলাদেশের মাটিকে অতিক্রম করে যাবে, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।

 

দপ্তর থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ঘূর্ণিঝড় যে সময় বাংলাদেশের উপরে বয়ে যাবে তখন চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া।

 

সরকার ও আবহাওয়া দপ্তর থেকে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে  এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে।

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও এই ঝড়ের প্রভাব পড়বে।

 

সেখানে সমুদ্রের কাছে অবস্থিত স্থানগুলিতে ঝড়ের প্রভাব শুরু হয়ে গেছে।

 

ভারতের কলকাতা শহর, ওড়িষ্যায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার খবর পাওয়া যাচ্ছে।

 

কোলকাতাতে এই ঝড় বৃষ্টির জেড়ে একজন প্রাণ হারিয়েছেন, জানিয়েছে সেই দেশের সংবাদ মাধ্যম।

 

কলকাতা বিমাবন্দরের সব কাজ বন্ধ আছে। আজ সন্ধ্যে ৬ থেকে কাল সকাল ৬ টা পর্যন্ত কাজ হবে না।