Bangladesh

Bulbul hits West Bengal, enters Bangladesh

Bulbul hits West Bengal, enters Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 09 Nov 2019, 08:47 pm
ঢাকা, নভেম্বর ১০ঃ ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে শনিবার রাতে আঘাত আনার পরে এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল।

এই ঝড়ের ফলে দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনিপুর, কলকাতা এবং ওড়িশা রাজ্যের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া চলছে।

 

বহু গাছ উপড়ে গেছে এই সমস্ত এলাকায়।

 

বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

পশ্চিমবঙ্গে দুইজন ব্যাক্তি প্রাণ হয়েছেন।

 

২০০৮ সালের আইলার কথা মনে করিয়ে, ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায় ভারতের সাগর দ্বীপ উপকূলে আছড়ে পরে এই ঝড়।

 

 চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে।