Bangladesh

Bullet train via Bangladesh to connect Kolkata-China

Bullet train via Bangladesh to connect Kolkata-China

Bangladesh Live News | @banglalivenews | 13 Sep 2018, 10:57 pm
নিজস্ব প্রতিনিধি,ঢাকা, সেপ্টেম্বর ১৪ : চীনের কুমিং প্রদেশ থেকে কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা করছে চীন।

যে ট্রেনটি চলাচল করবে বাংলাদেশ ও মিয়ানমার হয়ে।

 

বুধবার এক সংবাদ সম্মেলনে কলকাতায় চীনের রাষ্ট্রদূত মা ঝানউ এ কথা জানান। তিনি বলেন, চীন এবং ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত গতির এই ট্রেন সেবা চালু করতে চায় তার দেশ। এই রেল সেবা চালু হরে মাত্র কয়েক ঘণ্টায় কুনমিং প্রদেশ থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে।


ঝানউ বলেন, দুই হাজার আটশ কিলোমিটারের এই প্রকল্পের আওতায় মিয়ানমার এবং বাংলাদেশও যথেষ্ঠ সুবিধা পাবে। তিনি বলেন, এই রুটে আমাদের অনেক প্রতিষ্ঠান রয়েছে।

 

এর ফলে দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আরও বেড়ে যাবে। তিনি বলেন, এই রেল সেবার মাধ্যমে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমারের (বিসিআইএম) মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে।