Bangladesh

মন্ত্রী গিয়ে ভাঙালেন প্রতিবাদী শিক্ষকদের অনশন

মন্ত্রী গিয়ে ভাঙালেন প্রতিবাদী শিক্ষকদের অনশন

| | 25 Dec 2017, 08:47 am
ঢাকা, ডিসেম্বর ২৫ঃ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আজ কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষক নেতাদের অনশন ভাঙ্গেন।

তবে, শিক্ষকেরা চান যে তাদের দাবি যেন মেনে নেন ও সরকারের পক্ষ থেকে মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারেি নিজের প্রতিক্রিয়া দেন।

 

অনশন ভাঙ্গানোর পথে সফল হয়ে, মন্ত্রী বলেন যে  আলোচনার টেবিলেই সমস্যার সমাধান হবে।

 

পানি ও ফলের রস খেয়ে শিক্ষকেরা আজকে তাদের অনশন ভাঙ্গেন।

 

শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সোমবার দুপুরে আলোচোনাতেও বসেন মন্ত্রী।

 

প্রসঙ্গত, বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক মহাজোটের নেতা মো. শামসুদ্দীন সাংবাদিকদের বলেন, “মন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা অনশন কর্মসূচি স্থগিত করলাম। আমরা মন্ত্রীর সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাব।”

 

শিক্ষকেরা শনিবার থেকে  দ্বাদশ গ্রেডে বেতনের দাবিতে  অনশন শুরু করেছিলেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কদিনে ৬০ জন মানুষ অসুস্থ হয়ে চিকিৎসাধীন হন।

 

Image: representative Picture of a Protest from Wikimedia Commons