Bangladesh

বাংলাদেশের মাটিতে নেই আইএস, জানালেন পুলিশ প্রধান

বাংলাদেশের মাটিতে নেই আইএস, জানালেন পুলিশ প্রধান

| | 13 Mar 2017, 07:39 am
ঢাকা, মার্চ ১৩ঃ পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক দেশের মানুষকে স্বস্তি দিয়ে সিঙ্গাপুরের অধ্যাপকের দাবি যে গুলশান হামলা আইএস চালিয়েছিল তা নাকচ করে দিয়েছেন।
উনি বলেছেন এই দেশের জঙ্গিরাই হলি আর্টিজান বেকারিতে গত বছর হামলা চালিয়েছিলেন।


তবে আইএসের সাথে ইন্টারনেটের মাধ্যমে তাদের যোগাযোগ থাকলেও থাকতে পারে।


সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোহান গুনারত্নে এই মুহূর্তে চলা ১৫টি দেশের পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঢাকায় সম্মেলনে বলেছিলেন যে গত বছরে রাজধানীর রেস্তোরাঁয় হামলা চালিয়েছিল আইএস।

হক সম্মেলনে বলেছেনঃ "গুলশান হামলার পর আইএস দাবি করল হামলাকারীরা তাদের লোক। এরপর এত অপারেশনে এত লোক মারা গেল, কিন্তু আইএস তখন দাবি করেনি যে তারা আইএসের সদস্য।।"

উনি আরও বলেনঃ   "প্রোপাগান্ডার কোনো ভিত্তি নেই।”

হক গুনারত্নের বিষয় বলেনঃ " তার একাডেমিক যে রিসার্চ আছে তাতে তিনি তার মতো বলেছেন। কিন্তু তার মতো বলার সঙ্গে বাস্তবতার মিল নেই।"

হক বলেন উনি বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না।

উনি বলেনঃ "তিনি যাকে আইএস বলেন, আমরা সেই গ্রুপের অনেককে গ্রেপ্তার করেছি। কিন্তু কেউ স্বীকার করেনি যে তারা আইএসের সঙ্গে জড়িত।"

 
উনি আরও বলেনঃ "তারা তাদের গুরু বা নেতা সারোয়ার জাহান বা অন্য নাম বলেছে।”
 
ঢাকার রেস্তোরাঁয় হামলার ঘটনায় গত বছর ২০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন।
 
তাদের মধ্যে এই দেশের ও বিদেশের নাগরিক ছিলেন।