Bangladesh

Campaign against drug traders will continue: Minister

Campaign against drug traders will continue: Minister

Bangladesh Live News | @banglalivenews | 22 May 2018, 12:28 am
ঢাকা, মে ২২ঃ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলতে থাকবে।

উনি বলেন  মাদক বিক্রেতারা সামাজিক ও রাজনৈতিকভাবে যতই ক্ষমতাধর হলেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

 

সংবাদ সংস্থা ইউএনবিকে মন্ত্রী এই কথাগুলি বলেছেন।

 

উনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মাদক ব্যবসা বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

 

উনি বলেন হাসিনা এই বিষয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বলেছেন।

 

মাদক ব্যবসায়ীদের নাম এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে।


মাদক বিরোধী অভিযান চালানোর সময় পুলিশ ঝিনাইদহ থেকে ২১জন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।

 

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত  এই জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।

 

পুলিশ  ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে।

 

এই অভিযান চালানোর সময় পুলিশ  কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১৮ জন, কালীগঞ্জ থেকে ১১ জন, সদর থেকে ১০ জন, শৈলকুপা থেকে নয় জন, হরিণাকুণ্ডু থেকে তিন জনকে আটক করেছে।

 

পুলিশ জানিয়েছেন  এই অভিযান চলার সময় মাদক উদ্ধার হয়েছে।

 

প্রসঙ্গত,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন যে দেশের মাদক নির্মূলের পথে যেন কঠোর পদক্ষেপ নেয় আইন শৃঙ্খলাবাহিনী।

 

উনি বলেন জঙ্গি দমনের পরে এই হওয়া উচিত তাদের পদক্ষেপ।

 

" আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। আমরা অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করব," হাসিনা বলেন।

 

রোববার গণভবনে খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শুভেচ্ছা জানাতে এলে হাসিনা এই কথাগুলি বলেন।

 

বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনী দেশের মাদক চক্রের বিরুদ্ধে লড়াই করছে অভিযান চালিয়ে।

 

"আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে, মাদকের বিরুদ্ধে অভিযান কিন্তু শুরু হয়ে গেছে," উনি বলেন।

 


হাসিনা বলেনঃ "আমরা সমস্ত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে আমরা বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।”