Bangladesh

বাংলাদেশের অভ্যন্তরিন বিষয় কারও হস্তক্ষেপ মেনে নেবে না সরকার

বাংলাদেশের অভ্যন্তরিন বিষয় কারও হস্তক্ষেপ মেনে নেবে না সরকার

| | 09 Sep 2016, 11:36 pm
ঢাকা, সেপ্টেম্বর ১০: গত কিছু দিনের মধ্যে জামায়াত নেতা মীর কাসেম আলীকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করবার পর থেকে পকিস্তান আবার একবার এই দেশের অভ্যন্তরীণ বিষয় মতামত দেয়।

তবে সেই বিষয়, বাংলাদেশ উচিত উত্তর দিয়ে পাকিস্তানকে তাদের আপত্তি পরিষ্কার করে দিয়েছেন।

 

বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার সামিনা মেহতাবকে তলব করেন।



মেহতাবকে নিজের কার্যালয় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল হাসান।

 


পরে এই সাক্ষাৎ এর পরে, উনি সাংবাদিকদের জানানঃ "মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান যে মতামত দিয়েছে, সেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।"

 

 

" এ নিয়ে পাকিস্তানের মতামত দেওয়ার কোনো সুযোগ নেই," উনি বলেন।

 

গত ৩ তারিখ রাতে জামায়াত নেতা মীর কাসেম আলীকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা করবার জন্য আগে আপিল করেছিলেন এই একাত্তরের গুপ্তঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা।



এই রায়টি দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ।

 

পাকিস্তানের পাশাপাশি তুরস্কের প্রতিক্রিয়ার কড়া জবাব সোমবার দেয় বাংলাদেশ সরকার।

 

এই বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলেছেন বাংলাদেশ।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা জাড়ি করা একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়গুলি জানানো হয়েছে।

 

ঢাকার তুর্কি দূতাবাসে বাংলাদেশের তরফ থেকে প্রতিক্রিয়া লিখিতধাকারদিয়ে আসা হয়েছে, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

মীর কাসেমের ফাঁসি কার্যকর হওয়ার পরে, তুরস্ক একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিরুদ্ধে নিজেদের মত দেয়।

 

ফাঁসির প্রক্রিয়ায় ‘অতীতের ক্ষত নিবারণ হয় না’, এমনটাই মন্তব্য করেছিল তুরস্ক সরকার।

 

নিজের দেশের অভ্যন্তরীণ বিষয়, যে পথ সত্যের, তাঁর বিরুদ্ধে বাংলাদেশ সরকার কারও হস্তক্ষেপ স্বীকার করবে না তা আরও একবার বঝা এল এই দুই ঘটনার মাধ্যমে।