Bangladesh

চট্টগ্রামের দিকে এগোচ্ছে ‘কোমেন’

চট্টগ্রামের দিকে এগোচ্ছে ‘কোমেন’

| | 30 Jul 2015, 05:48 am
ঢাকা, জুলাই ৩০ - বৃহস্পতিবার দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে ঘূর্ণিঝড় ‘কোমেন’ একই জায়গায় অবস্থানরত আছে।

"উত্তর- পূর্ব বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় " KOMEN" কার্যত একই এলাকায় স্থির রয়েছে," একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

সেন্টমার্টিন ও টেকনাফ উপকূল ছোঁয়ার পরে ঘূর্ণিঝড় উত্তরপূর্ব দিকে এগিয়ে গেছে।

 

এই এলাকায় ঝড়ো হাওয়া বয়ে চলেছে।

 

সন্ধ্যের দিকে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।

 

এই ঝরের ফলে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সঙ্কেত দিয়েছে দপ্তর।

 

আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার উত্তর পশ্চিম অবস্থান করছিল এই ঝড়।