Bangladesh

সব দলকে ভোটে আনতে যুক্তরাষ্ট্রের ভূমিকা চাইলেন আহমেদ

সব দলকে ভোটে আনতে যুক্তরাষ্ট্রের ভূমিকা চাইলেন আহমেদ

| | 01 Mar 2018, 10:23 pm
ঢাকা, মার্চ ২ঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আসন্ন নিরবাঞ্চের কথা মাথায় রেখে বলেছেন যে সেখানে সকল দলকে যোগদান দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে ভূমিকা রাখতে হবে।

“আমরা সবাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেখানে সব রাজনৈতিক দল থাকবে," আহমেদ সাংবাদিকদের বলেছেন।

 

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়-মার্শা বার্নিকাটের সাম্প্রতিক এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আহমেদ এই মন্তব্যগুলি বৃহস্পতিবার বলেছেন।

 

উনি মন্তব্যগুলি করেন ২৫তম ইউএস ট্রেড শোর উদ্বোধনের সময়।

 

বার্নিকাট সাংবাদিকদের বলেনঃ "অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শর্তগুলো কেবল ভোটের দিন নয়, সব সময়ই নিশ্চিত করতে হয়।"

 

আহমেদ তখন বলেন: " “আমি জানি না, মন্তব্য করা আমার ঠিক হবে কি না। আমি আশা করব, আপনি (বার্নিকাট) এমন একটি ভূমিকা নেবেন, যাতে সব দল সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠেয় আগামী নির্বাচনে অংশগ্রহণ করে।”

 

উনি আবার একবার বলেন যে প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেই নির্বাচন হয় সেই দেশে।

 

আহমেদ বলেনঃ "আমি তাদের (যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য) অনুরোধ করব, তারা যেন সব দলকে আগামী নির্বাচনে অংশ নিতে বলেন। এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।”

 

এই বছরের শেষে হয়তো নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Image: US Embassy In Bangladesh