Bangladesh

Committee formed to investigate act of intruding ships

Committee formed to investigate act of intruding ships

Bangladesh Live News | @banglalivenews | 09 Sep 2019, 07:53 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ৮ : মিথ্যা ঘোষণা দিয়ে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করা ‘সি উইন্ড’ এবং ‘সি ভিউ’ নামের মাছ ধরার জাহাজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার সচিবালয়ে বাংলাদেশের সমুদ্রসীমায় দুটি বিদেশি জাহাজের অনুপ্রবেশের বিষয়ে নীতিনির্ধারণী সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু সাংবাদিকদের এ কথা জানান।


তিনি বলেন, ‘দুটি মাছ ধরার ট্রলার মিথ্যা ডিক্লারেশন দিয়ে বাংলাদেশে ঢুকেছে। আমরা সেটা ইনকোয়ারি করে ধরতে পেরেছি। আমরা এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে মিটিং করেছি।’ মিটিংয়ে একটি কমিটি করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কমিটি কাস্টমসের নেতৃত্বে হবে। কমিটি ৭ কিংবা ৯ সদস্যবিশিষ্ট হতে পারে। দু-একদিনের মধ্যে কমিটি ঘোষণা হবে। কাস্টমসকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা (দুটি জাহাজ) যে মিথ্যা ডিক্লারেশন দিয়ে ঢুকেছে এটার আইনগত ব্যবস্থা যা আছে নেবেন। সেটা (কী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে) আমাদের জানানোর পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব যে আমরা এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিতে যাচ্ছি।’


মৎস্য প্রতিমন্ত্রী বলেন, ‘কী উদ্দেশ্যে তারা (জাহাজ) এসেছে সেটা কমিটি দেখবে। নামও সত্যিকারভাবে যা আছে তা কি না সেটা দেখা হবে।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যখন কোনো মাছ ধরার ট্রলার বাংলাদেশে ঢুকতে যাবে মেরামত কিংবা যেকোনো কারণেই, সেটা তারা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে জানাবে। এরপর আমাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে তারা ঢুকবে কি ঢুকবে না।’


জাহাজ দুটি কোন দেশের পুাকাবাহী- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘ওরা ক্যামেরুনের পুাকা নিয়ে এসেছিল। সেটাও তারা নামিয়ে ফেলেছে। জাহাজ দুটি এখন চট্টগ্রামের কর্ণফুণী নদীতে কন্টিনেন্টালের (কন্টিনেন্টাল মেরিন ফিসারিজ লিমিটেড) জেটিতে আছে।’