Bangladesh

Covid-19: Virus claims another 50 lives in Bangladesh, 2,006 recovers
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফনের প্রস্তুতি চলছে (ফাইল ছবি)।

Covid-19: Virus claims another 50 lives in Bangladesh, 2,006 recovers

Bangladesh Live News | @banglalivenews | 23 Jul 2020, 08:57 am
The deadly novel coronavirus has claimed another 50 lives, taking the death toll to 2,801 in Bangladesh. Meanwhile, another 2,006 people have recovered in the past 24 hours.

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। গতকালের চেয়ে আজ ২০১ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন। তিনি বলেন, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৪ দশমিক ৯৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২ শতাংশ বেশি।
অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ১১২ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১২ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৭৪৪ জন।
তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ১০ লাখ ৭৯ হাজার ৭ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ১৬ হাজার ১১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ০৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৭৭ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২৭ শতাংশ বেশি।