Bangladesh

সবার জন্য, সকলের পাশে বাংলাদেশ সরকার

সবার জন্য, সকলের পাশে বাংলাদেশ সরকার

| | 23 May 2017, 07:04 am
ঢাকা, মে২০ঃ দোষীদের শাস্তি ও মানুষের পাশে সরকার, এর থেকে বড় শান্তি কি হতে পারে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে বাংলাদেশে সকল মানুষ সমানভাবে উন্নয়ন ও বিচার পেয়ে চলেছেন।


কিছুদিন ধরে দেশজুড়ে একটি ঘটনায় সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এসেছে তাতে এই সমস্ত বিষয়টি পরিষ্কার হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল কড়া ভাষায় জানিয়েছেন যে ঢাকার বনানীতে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছেন তারা যতই ক্ষমতাধরই হোক না কেন, তাদের শাস্তি দেওয়া হবে।

এই ঘটনায় যে হোটেলের নাম উঠে এসেছে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি তাদের বিরুদ্ধে তদন্তের শেষে অভিযোগ প্রমানিত হয়, জানান মন্ত্রী।


মন্ত্রী বলেছেনঃ "বনানীতে ছাত্রী ধর্ষণের ঘটনার তদন্ত চলছে।"


"তদন্তে যার নাম আসবে, যার গাফিলতি থাকবে বা এ ঘটনায় যারা সহযোগিতা করেছে বলে দেখা যাবে, সে যে-ই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে," উনি আশ্বস্ত করেছেন দেশের মানুষকে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে উইমেন্স হলিডে মার্কেট উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মন্ত্রী এই কথাগুলি বলেছেন।


উনি বলেনঃ "‘বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।"


দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফকে গ্রেপ্তার করেছে পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় এই ব্যাক্তি নিজের দোষ স্বীকার করেছেন।


পুলিশ এই মুহূর্তে গ্রেপ্তার ব্যাক্তির ১০ দিনের রিমান্ড চেয়েছেন।

 

আজ আদালতে পাঠানো হবে এই ব্যাক্তিকে।

 

পুলিশ জানিয়েছেন  মুন্সিগঞ্জের লৌহজং থেকে এই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।


এই মামলার পাঁচজন ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন।


ঢাকায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শাফাত আহমেদকে ছয় দিনের এবং সাদমান সাকিফকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ এই দুই ব্যাক্তিকে হাজির করা হয়েছিল।

 

পুলিশ এই দুইজনের ১০ দিনের রিমান্ড চেয়েছিল।


তবে, শুনানির পরে আদালত  শাফাত আহমেদকে ছয় দিনের এবং সাদমান সাকিফকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


পুলিশ সিলেট থেকে গ্রেপ্তার করেন শাফাত ও সাদমানকে।


তারা একটি বাড়িতে লুকিয়ে ছিলেন, সংবাদ মাধ্যমকে জানিয়েছন পুলিশ।
 

 এই তো গেল দেশের মাটিতে কিভাবে অপরাধের বিরুদ্ধে হাসিনা সরকার।


পাশাপাশি, মানুষের সাহায্যে এগিয়ে এসেছে এই সরকার।

শেখ হাসিনা নিজে ছনিবার বলেছেন যে দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন উনি।

হাসিনা এক অনুষ্ঠানে বলেনঃ "জাতিকে কী দিতে পারলাম, সেটাই ভাবনার বিষয়। বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে কাজ করতে হবে।"

এক নতুন বাংলাদেশ গড়বার চেষ্টা সত্যি চালিয়ে চলেছেন শেখ হাসিনা ও ওনার সরকার।