Bangladesh

রাখাইনের খুনিদের আন্তর্জাতিক আদালতে নেওয়ার দাবি করেছেন নোবেল বিজয়িনীরা

রাখাইনের খুনিদের আন্তর্জাতিক আদালতে নেওয়ার দাবি করেছেন নোবেল বিজয়িনীরা

| | 26 Feb 2018, 08:46 am
ঢাকা, ফেব্রুয়ারি ২৬ঃ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তিন নারী আজ এক অভিযোগ তুলে দাবি করেছেন যে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্মূলে পরিকল্পিত গণহত্যা চালানো হচ্ছে ও তার পেছনে দোষীদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হওয়া উচিত।

ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মরিয়েড মুগুয়ার  এই মুহূর্তে বাংলাদেশে সফর করছেন।

 

সোমবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরির্দশন করেন ওনারা।

 

তাওয়াক্কুল কারমান সাংবাদিকদের বলেন যে রাখাইনে যা হচ্ছে তা 'গণহত্যা'।

 

“যারা এ অপরাধের জন্য দায়ী, তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি," উনি বলেন।

 

মরিয়েড মুগুয়ার বলেছেনঃ " এটা স্পষ্টভাবে স্পষ্টভাবে স্পষ্টভাবে গণহত্যা। বার্মিজ সরকার আর সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে যা চালাচ্ছে, সেটা মিয়ানমার থেকে, ইতিহাস থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মুছে ফেলার পরিকল্পিত চেষ্টা।"

 

উনি মিয়ানমারের সরকারের পদক্ষেপকে ধিক্কার জানিয়েছেন।

 

বাংলাদেশের মানুষদের এই বিষয় প্রশংসা করেছেন এই তিনজন।

 

মিয়ানমারের সব থেকে শেষ সেনা অভিযানের ছয় মাস পূর্তি হয়েছে।

 

এই সময় বাংলাদেশে নির্যাতনের হাতে পড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষেরা আশ্রয় নিয়েছেন বহু মানুষ।


নোবেল ওমেন্স ইনিশিয়েটিভ নিজেদের বিবৃতিতে জানিয়েছেন এই তিনজন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করবেন।

 

গত কিছু মাসে বহু দেশের নেতা নেত্রীরা বাংলাদেশে সফর করেছেন রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করবার জন্য।

 

বাংলাদেশ সরকার যেভাবে এই পরিস্থিতির মোকাবিলা করেছে তা বিশ্বের বহু দেশ স্বাগত জানিয়েছেন।

Image: UN website