Bangladesh

Dengue issue not serious now: Mayor

Dengue issue not serious now: Mayor

Bangladesh Live News | @banglalivenews | 03 Sep 2018, 12:59 pm
ঢাকা, সেপ্টেম্বর ৩ঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আজ জানিয়েছেন যে শহরে ডেঙ্গুর প্রকোপ এখনও পর্যন্ত উদ্বেগজনক হয়নি।

সোমবার ইস্কাটন গার্ডেন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা, প্রজননস্থল শনাক্ত করা এবং তা ধ্বংসে বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করবার সময় মেয়র সাংবাদিকদের এই বিষয়গুলি বলেন।


উনি বলেনঃ "এবার ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা হলেও বেড়েছে, তবে পরিস্থিতি উদ্বেগজনক নয়।"

 


উনি শহরের মানুষকে এই রোগ নিয়ে আশংকিত হতে বারণ করেছেন।

 


"গত বছর চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিল, এবার নেই," উনি বলেন।

 


পদক্ষেপের বিষয়গুলি তুলে ধরে উনি বলেনঃ "কোথাও পাঁচদিনের বেশি পানি জমতে দেবেন না। পাঁচদিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভাবনা থাকে। তাই আপনার একটু সচেতনতা আপনার প্রিয়জনের জীবনকে রক্ষা করতে পারবে।”