Bangladesh

Dengue situation is dangerous: Kader

Dengue situation is dangerous: Kader

Bangladesh Live News | @banglalivenews | 29 Jul 2019, 11:58 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ৩০ : দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ও উদ্বেগের কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগে তিনব্যাপী (৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে।

ঢাকাসহ দেশের জেলা ও উপজেলার ইউনিয়ন পর্যায়ের দলের নেতাকর্মীদের ৩ দিনের অভিযানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অংশ নেওয়ার আহ্বান করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকম-লীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রায় ২১ জেলায় ছড়িয়ে পড়েছে ও বিস্তার ঘটেছে, এ ভয়াবহ রোধে আমাদের দলেরও কিছু করণীয় আছে। শুধু সরকারিভাবে দায়িত্ব পালনে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নির্দেশে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, সচেতনতা-সতর্কতামূলক কর্মকা- ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার।


এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গুর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দায়িত্ব পালনের ব্যাপারে সবাই সচেষ্ট আছেন। অতোটা প্রকট হবে প্রথমে অনেকেই ভাবতে পারেনি। যখন এটা ভয়াবহ ও উদ্বেগজনক অবস্থায় চলে আসছে তখন কিন্তু আমরা কেউ নিষ্ক্রিয় থাকিনি। ডেঙ্গুর ব্যাপারে সবাই সচেতন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চোখের চিকিৎসা করাচ্ছেন। তিনি লন্ডন থেকে আমাদের সঙ্গে, দু’মেয়রের সঙ্গে কথা বলছেন, নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। সম্পাদকম-লীর সভা চলাকালে ২৫ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। কোনো পরিস্থিতিতে আমরা নিষ্ক্রিয় থাকিনি সরকারি ও দলীয়ভাবে এগিয়ে এসেছি।


আরেক প্রশ্নের উত্তরে ওবায়দুর কাদের বলেন, ডেঙ্গু ও বন্যা পরিস্থিতি মোকাবিলা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করছি, আমরা ভয়কে জয় করতে পারবো।


কারো কথায় ‘স্লিপ অব টাং’ হতে পারে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ডেঙ্গুর ওষুধ যেটা আছে সেটা সব সময় কার্যকর নাও হতে পারে। আর যে ওষুধে কাজ হবে সেটা আনার পরামর্শ দেওয়া হয়েছে। 


ফেরি বিলম্বের ঘটনায় একজনের মৃত্যু প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন  সে যত প্রভাবশালী হোক না কেনো শাস্তি তাকে পেতেই হবে।