Bangladesh

Dhaka fire: 46 people identified, DNA samples collected

Dhaka fire: 46 people identified, DNA samples collected

Bangladesh Live News | @banglalivenews | 22 Feb 2019, 10:33 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ফেব্রুয়ারি ২৩: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনে নিহতদের মধ্যে ৪৬ জনের লাশ শনাক্ত করা হয়েছে। বাকি ২১ জনের মধ্যে ১৭ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। বাকিদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য শনিবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ঢাকা মেডিক্যাল মর্গ অফিসে থাকবে।

এরপর থেকে সিআইডির ল্যাবে যোগাযোগ করতে হবে।


শুক্রবার (২২ অক্টোবর) সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ এনালিস্ট নুসরাত ইয়াসমিন গণমাধ্যমকে এই কথাগগুলো বলেন। তিনি বলেন, ‘সকাল ৯.৫০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আমরা ডিএনএ নমুনাগুলো সংগ্রহ করেছি। আমাদের একটি অণ্যাধুনিক ডিএনএ ল্যাবরেটরি আছে, সেখানে এই নমুনাগুলো পরীক্ষা করা হবে।’


নুসরাত বলেন, ‘যারা নমুনা দিয়েছে তাদের তালিকা আমরা ঢাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করবো।’ তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমাদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। নিহতদের ডিএনএ নমুনার সঙ্গে স্বজনদের ডিএনএ মিলে গেলেই পুলিশের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।’


তিনি বলেন, ‘বেশিরভাগই মরদেহ পোড়া, এ কারণে আমাদের সময় লাগবে। এক্ষেত্রে ছয় মাস সময় লেগে যেতে পারে। ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা হিসেবে স্বজনদের রক্ত ও বাকল সোয়াব নেওয়া হয়েছে। শনাক্তের ক্ষেত্রে বাবা-মায়ের নমুনা হলে শনাক্ত করতে সহজ হবে। বাবা মা না থাকলে সন্তান এবং স্বামী-স্ত্রীর নমুনা নেওয়া হচ্ছে। এরপর কাউকে না পাওয়া গেলে ভাইবোনের নমুনা নেওয়া হবে।’