Bangladesh

Dhaka: Minister's car targeted with bomb, 2 police injured

Dhaka: Minister's car targeted with bomb, 2 police injured

Bangladesh Live News | @banglalivenews | 01 Sep 2019, 06:33 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, সেপ্টেম্বর ১ : রাজধানীর মিরপুর রোডের সাইন্সল্যাব মোড়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় সেখানে এক মন্ত্রীর গাড়ি যানজটে আটকে ছিল। এ ঘটনায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম ও মন্ত্রীর নিরাপত্তা দলের পুলিশ অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকের এ ঘটনা ঘটে। এটি হাত বোমা নাকি অন্য কিছু এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ জানায়, আহত দুজন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ঘটনার কিছুক্ষণ আগে মন্ত্রীর গাড়িবহর ঘটনাস্থলের সামনেই ছিল। মন্ত্রীও গাড়িতে ছিলেন। তাকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটি সামনে ছিল। একজন পুলিশ সদস্য প্রটেকশনের গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করছিলেন। তখনই বোমা বিস্ফোরণ ঘটে। মন্ত্রী সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।


ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আমিনুল হাতের আঙুলে ও শাহবুদ্দীন দুই পায়ে আঘাত পেয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনার পর সাইন্সল্যাব মোড়ের ঘটনাস্থল কর্ডন করে রাখে পুলিশ।