Bangladesh

Dhaka receives heavy rainfall in 24 hours

Dhaka receives heavy rainfall in 24 hours

Bangladesh Live News | @banglalivenews | 09 Aug 2019, 07:27 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, আগস্ট ৯ : বুধবার সন্ধ্যা থেকে কখনও জোরে আবার কখনও থেমে থেমে বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার রাত অবধি। আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত এক কর্মকর্তা জানান, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেকর্ড করা হয় ৪৯ মিলিমিটার বৃষ্টি।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্্রাস পেতে পারে।


বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিটে ও সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে।