Bangladesh

Dhaka witnesses protest over quota reform demands

Dhaka witnesses protest over quota reform demands

| | 08 Apr 2018, 12:14 pm
ঢাকা, এপ্রিল ৮ঃ একদল শিক্ষার্থী রোববার ঢাকার শিক্ষার্থী ঢাকার গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রেখেছিল।

তাদের আজকের এই বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার।

 

অবরোধের শেষ পর্যন্ত পুলিশ লাঠিপেটা ও রবার বুলেট-কাঁদুনে গ্যাস ছুড়ে তুলে দেন।


সংবাদ মাধ্যম সুত্রের খবর অনুযায়ী,  রোববার রাত ৮টার দিকে পুলিশ আন্দোলনকারীদের উপর চড়াও হয় পুলিশ।

 

শাহবাগ থেকে সরে যাওয়ার পরে, বিক্ষোভকারীরা উপস্থিত হয়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায়।

 

শেষ পাওয়া খবর অনুযায়ী, রাত পর্যন্ত  খণ্ড খণ্ড বিক্ষোভ চলছিল।

 

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত আছে।

 

আন্দোলনকারীদের ছোড়া ইটে তিনজন পুলিশ আহত হন, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

সাধারণ মানুষ আজ এই বিক্ষোভের ফলে বিকেলের দিকে বাড়ি ফেরার সময় গাড়ি না পাওয়ায় সমস্যায় পড়েন।

 

শাহবাগমুখী যানবাহন সেই সময় অন্য পথে পুলিশ ঘুরিয়ে দিয়েছিল।

 

তীব্র যানজটের খবর পাওয়া যায় ঢাকার সেই সময় রাস্তা থেকে।

 

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ গত বেশ কিছুদিন ধরে  সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে  আন্দোলন করছে।

 

গত ১৪ মার্চ তারা ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে সচিবালয়ের অভিমুখে যেতে এই চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়।

 

তাদেরকে  গত ১৪ মার্চ তারা ৫ দফা দাবিতে স্মারকলিপি দিতে সচিবালয় যাওয়ার উদ্যোগ নিলে পুলিশ তাদের বাঁধা দেয়।

 

তাদের ধরপাকর ও আটক করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

 

তারপর থেকে বিভিন্ন কর্মসূচি তাড়া পালন করে চলেছেন।

 

 

Image: Youtube Grab