Bangladesh

শুক্রবার থেকে বন্যা-ভূমিধস বিষয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ সম্মেলন

শুক্রবার থেকে বন্যা-ভূমিধস বিষয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ সম্মেলন

| | 10 Jan 2018, 07:51 am
ঢাকা, জানুয়ারি ১০ঃ ঢাকায় শুক্রবার থেকে শুরু হতে চলেছে ‘বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধস’ বিষয়ে বিষয় সম্মেলন।

দুই দিন ধরে চলবে এই সম্মেলন।

 

আজ সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব স্থপতি ইকবাল হাবিব সাংবাদিকদের জানান রাজধানীর ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে  এই সম্মেলন।

 

শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

 

যৌথভাবে এই সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের (বেন)।

 

এই সম্মেলনে সরকারি-বেসরকারি নয় বিশ্ববিদ্যালয়, পাঁচটি শিক্ষা, গবেষণা ও জাতীয় পেশাজীবী- সামাজিক সংগঠন এবং বিষয় সংশ্লিষ্ট বেসরকারি সামাজিক আন্দোলনে জড়িত ৩৭টি সংগঠন সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকবেন।

 


ইকবাল হাবিব বলেন বিভিন্ন বিষয় সম্মেলনে আলোচিত হবে।

 

উনি আরও বলেন বিশেষজ্ঞদের ও সাধারণ মানুষের দুই ধরণের সভা অনুষ্ঠিত হবে এই সম্মেলনে।