Bangladesh

Don

Don

Bangladesh Live News | @banglalivenews | 01 May 2018, 09:37 am
ঢাকা, মে ১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মালিক-শ্রমিকদের সতর্ক করে বলেছেন যে বাইরের কোনও রকম ‘উস্কানি’ যেন শিল্প কারখানায় বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে।

মে দিবসে মঙ্গলবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শ্রম মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

“আমি এটুকুই চায়, আমাদের মালিক ও শ্রমিকদের মাঝে যেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে," হাসিনা বলেন।

 

"বাইরে থেকে কেউ উস্কানি দিল, আর অমনি শুরু হয়ে গেল তাণ্ডব, এই ঘটনা যেন কখনও না ঘটে। সে ব্যাপারে আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি," উনি বলেন।

 

উনি বলেন যে দেখতে হবে যেন নিজের উপার্জনের জায়গা  ‘ধ্বংস না হয়’।

 

শ্রমিকদের এই বিষয় সচেতন থাকতে বলেন হাসিনা।

 

উনি শ্রমিক নেতাদের উদ্দেশে বলেনঃ "এদেশের দুর্ভাগ্য বলব, কিছু কিছু লোক শ্রমিক নেতা সাজেন। জীবনে শ্রমিক হিসেবে কোনো কাজ করুক আর না করুক, শ্রমিকদের ওপরে একটু খবরদারি করা। আর কোনো কিছু হলেই বিদেশিদের কাছে গিয়ে নালিশ করা এবং দেশের বদনামটা তুলে ধরা।"

 

"আর এই বদনামটা করতে গিয়ে হয়ত একখানা টিকিট বিনা পয়সায় পান। বিদেশে থাকার একটু সুযোগ পান। কিছু সুযোগ-সুবিধা তারা পায়। আর ওই সামান্য সুযোগের জন্য দেশের বদনামটা বাইরে যেয়ে করে আসা, এটা নিজের দেশের জন্য যে কত ক্ষতিকারক সেটা তারা অনেকেই বুঝতে পারেন না," প্রধানমন্ত্রী কঠোর ভাষায় বলেন।

 

হাসিনা আহ্বান করেন যেন শ্রমিকরা আন্তরিক থাকেন তাদের কারখানার প্রতি।

 

হাসিনা বলেন মানুষের আর্থিক স্বচ্ছলতা এখন অনেক বেড়েছে।