Bangladesh

ছাত্রলীগ আসছে নতুন মডেলেঃ কাদের

ছাত্রলীগ আসছে নতুন মডেলেঃ কাদের

| | 20 Apr 2018, 07:58 am
ঢাকা, এপ্রিল ২০ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ জানিয়েছেন যে ছাত্র লীগকে নতুন রূপে সাজানো হবে।
এমন পরিকল্পনার বিষয়টি আজ তুলে ধরেন কাদের।


চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে ‘চাঁদার জন্য মারধরের’ অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের সংগঠনকেই পাল্টে বিষয়টি তুলে ধরবার সময় এই মন্তব্যগুলি করেছেন।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটউট মিলনায়তনে দলীয় এক অনুষ্ঠানে সাংবাদিকদের  মুখোমুখি হলে, কাদের বলেনঃ "ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি। আমাদের  ছাত্রলীগের সম্মেলন আছে আপনারা জানেন।"

"সেই সম্মেলনে আমরা নেতৃত্বের গঠনের দিক দিয়ে… এবং ছাত্রলীগকে নতুন মডেলে কাজ করার একটা নির্দেশনা নেত্রীর আছে, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। একটু ধের্য ধরুন,” উনি বলেন।

চট্টগ্রামে ইউনিএইড নামের এক কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়াকে তার কার্যালয়ে রনির মারধরের একটি ভিডিও কিছুদিন ধরেই চারিদিকে ঘোরাফেরা করছে।
১৭ ফেব্রুয়ারি তারিখে এই ঘটনাটি ঘটে।
মিয়া দাবি করেছেন যে রনি ও তার সহযোগীরা ২০ লাখ টাকা চাঁদার দাবিতে  আবার তাঁকে মারধর করে।

উনি বলেন এই ঘটনাটি ঘটে ১৩ এপ্রিল।

বৃহস্পতিবার পাঁচলাইশ থানায় এই বিষয় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রনি বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়া হবে কি না সেই বিষয় সাংবাদিকেরা কাদেরকে জিজ্ঞেস করলে উনি বলেনঃ "দেখুন, কিছু  বিব্রতকর ব্যপার ঘটে… এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক। অপকর্ম করে কউ পার পেয়ে যেতে পারেনি।”

রনি হল  ছাত্র লীগের নেতা।