Bangladesh

র‍্যানসমওয়্যার হামলা এইবার বাংলাদেশে

র‍্যানসমওয়্যার হামলা এইবার বাংলাদেশে

| | 15 May 2017, 11:18 am
ঢাকা, মে ১৫ঃ শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতেও হল হামলা।

সোমবার পৃথিবীর বিভিন্ন জায়গার মত, এই দেশের বেশ কয়েকটি পিসিতে ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে বলে খবর এসেছে, সংবাদ আমধ্যম সুত্রে জানা গেছে।

 

সমস্যা হল, আক্রান্ত পিসির ফাইলে ঢোকা যাওয়া তো যাচ্ছেই না বরং অর্থ দাবি করা হচ্ছে।

 

র‍্যানসমওয়্যার আক্রমণ এখন পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে।

 

গত সপ্তাহ থেকে এই হামলা শুরু হয়েছে।

 

এখনও পর্যন্ত ১৫০ দেশ এই হামলার স্বীকার হয়েছে।

 

শুক্রবার এই হামলা প্রথমবার চোখের সামনে এলেও, রোববার থেকে সমস্যা আরও বেড়েছে।

 

পৃথিবীতে বিভিন্ন স্থানে হাজারো স্থানের কম্পিউটার-ব্যবস্থা অচল  হয়ে যাওয়ার খবর আসছে।

 

আন্তর্জাতিক তদন্তকারীরা এই হামলার পেছনে যারা আছেন তাদের ধরবার চেষ্টা করছেন।