Bangladesh

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ সহ্য করা হবে নাঃ হাসিনা

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ সহ্য করা হবে নাঃ হাসিনা

| | 12 Jan 2016, 09:16 am
ঢাকা, জানুয়ারি ১২- বিএনপিনেত্রী খালেদা জিয়ার করা মন্তব্যকে উদ্দেশ্য করে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘কটাক্ষ’ সহ্য করা হবে না।

"একটি দলের নেত্রী ও তার নেতারা মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেওয়া ৩০ লাখ শহীদকে কটাক্ষ করেছে, শহীদ বুদ্ধিজীবীদের অপমান করেছে। আমি এই ঘৃণ্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই," হাসিনা বলেন।

 

উনি বলেন যে সেই দলকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন।

 

"মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কারও কোনো কটাক্ষ সহ্য করা হবে না," প্রধানমন্ত্রী বলেন।

 

কঠোর ভাষায় নিন্দা করে উনি বলেনঃ "পরাজিত শক্তি ও তাদের দোসরদের কোনো স্থান এ দেশে হবে না। জনগণকে বলব, এদের বিরুদ্ধে ঐকমত্য গড়ে তুলুন। আমরা আপনাদের পাশে আছি।"

 

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর এক আলোচনা সভায় জিয়া মুক্তিযুদ্ধের সময় শহিদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

 

 


উনি বলেছিলেনঃ "এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।"

 

 

হাসিনা আজকের কথাগুলি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন।