Bangladesh

আমি শুধু প্রধানমন্ত্রী নাঃ শেখ হাসিনা

আমি শুধু প্রধানমন্ত্রী নাঃ শেখ হাসিনা

| | 24 Jan 2018, 05:38 am
ঢাকা, জানুয়ারি ২৪ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন যে উনি দেশের মানুষের জন্য আন্তরিকতার সাথে কাজ করেন।

উনি বলেন যে তার রাজনীতি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি।

 

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস সামিট-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য দেওয়ার সময় হাসিনা এই মন্তব্যগুলি করেন।

 

হাসিনা বলেন উনি বঙ্গবন্ধুর কন্যা, তাই দেশের মানুষের কাছে উনি শুধু মাত্র একজন প্রধানমন্ত্রী নয়।

 

"আমি এতটুকু আশ্বাস দিতে পারি; আমি শুধু প্রধানমন্ত্রী না, আমি জাতির পিতার কন্যা, আমি আপনাদের প্রতিনিধি," উনি বলেন।

 

দেশের মানুষের উদ্দেশ্যে, হাসিনা বলেনঃ "আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমরা নিশ্চয় দেখব।

 

“আমি আর পাঁচটা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের মতো না। আমি কাজ করি।"

 

হাসিনা বলেন দেশের কল্যাণের কাজ করাই ওনার লক্ষ্য।

 

"আমি কাজ করি আমার দেশের কল্যাণে, আমার দেশের মঙ্গলের জন্য আন্তরিকতার সাথে," হাসিনা বলেন।

 

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ে এক হাজার ১৫০ একর জমির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করেন।

 

হাসিনা বলেন দেশের শ্রমিকদের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট ওনার সরকার।

 

"ইপিজেডের বাইরের পোশাকখাতের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধির জন্য আমরা নিম্নতম মজুরি কমিশন গঠন করেছি," উনি বলেন।,

 

হাসিনা শ্রমিকদের উসকানিতে প্রলুব্ধ না হওয়ার পরামর্শ দেন।

 

হাসিনা বলেনঃ "কলকারখানা আছে বলে এবং সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন বলেই আপনারা অর্থ উপার্জন করতে পারছেন, পরিবার পরিজনকে দেখাশোনা করতে পারছেন এবং নিজেরাও সাবলম্বী হতে পারছেন।কাজেই একটি অনুরোধ আমার থাকবে।"

 

উনি বলেনঃ "যারা কাজ করে না, শ্রম দেয় না- তারা সংগঠন করার নামে অনেক সময় নানা ধরনের কর্মকাণ্ড করে, যার ফলে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে। কারো উসকানিতে যেন আপনারা প্রলুব্ধ হবেন না বা এমন কিছু করবেন না, যাতে আপনাদের এই শিল্প কলকারখানা ক্ষতিগ্রস্ত হয়।”