Bangladesh

 বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানোর চেষ্টা করছেন জিয়াঃ কক্সবাজার সফর নিয়ে মন্তব্য করলেন হাছান মাহমুদ

বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানোর চেষ্টা করছেন জিয়াঃ কক্সবাজার সফর নিয়ে মন্তব্য করলেন হাছান মাহমুদ

| | 28 Oct 2017, 10:53 am
ঢাকা, অক্টোবর ২৮ঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ মনে করেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারে যাচ্ছেন বিশৃঙ্খলায় ‘উসকানি’ দেওয়ার পরিকল্পনা করে।

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এক মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে নিজের বক্তব্য রাখার সময় উনি এই মন্তব্যক করেছেন।

 

“বিদেশ থেকে আসার পর দুই সপ্তাহ তিনি ঢাকায় বসে থাকলেন। আজ না কি তিনি সড়কপথে চট্টগ্রাম আসবেন। সড়কপথে আবার কক্সবাজার যাবেন," মাহমুদ বলেন।

 

উনি বলেন যে জিয়া অসুস্থতার ভান করছেন।

 

জিয়া কিছুদিন আগে যুক্তরাজ্য থেকে ফিরেছেন। সেখানে চিকিৎসার জন্য গেছিলেন উনি।

 

“তিনি যদি সড়কপথে চট্টগ্রাম আসতে পারেন, সড়কপথে কক্সবাজার যেতে পারেন তাহলে তিনি নিশ্চয় অসুস্থ নন। অসুস্থ হলে তো সড়কপথে আসতে পারার কথা নয়। অর্থাৎ তিনি অসুস্থ নন, অসুস্থতার ভান করেছেন," উনি বলেন।

 

"আসল উদ্দেশ্য হচ্ছে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালানো। সড়ক পথে আসার নামে তিনি জায়গায় জায়গায় উসকানি দেওয়ার চেষ্টা করবেন। উসকানি দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাবেন," হাছান মাহমুদ বলেন।

 

মিয়ানমার থেক এই দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

 

ঢাকা গুলশানে ওনার ভবন থেকে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে জিয়া কক্সবাজারের উদ্দেশে রওনা হন।

 

সড়ক পথেই কক্সবাজারের যাত্রা করছেন জিয়া।

 

এই সফরে জিয়ার সাথে রয়েছেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

 

মহানগরের বিভিন্ন পর্যায়ের বিএনপি এর  নেতারাও এই সফরে জিয়ার সাথে যোগ দিয়েছেন।