Bangladesh

বাংলাদেশে আজ পালিত হল পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশে আজ পালিত হল পবিত্র ঈদুল আজহা

| | 02 Sep 2017, 06:59 am
ঢাকা, সেপ্টেম্বর ২ঃ আহ দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা পালন করছেন।
আজকের পরবটি হল মুসলমান সম্প্রদায়ের মানুষের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।


পবিত্র হজ সম্পন্ন হয়েছে গত বৃহস্পতিবার।

এি পবিত্র দিনের প্রথা অনুযায়ী, দেশের মাটিতে আজকে মানুষেরা ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে চলেছেন।

ঈদুল আজহার প্রথম জজায়ি,আজ সকাল আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে, এই জামাতে অংশ নিতে দেখা যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের।

আজকের এই বিসেহ নামাজের শেষে, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আজকের এই নামাজের ইমামতি করেন।

এই উৎসবের দিনটিকে মাথায় রেখে সারা দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করেছেন ঢাকা মহানগর পুলিশ।

আজকের দিনটির কথা মাথায় রেখে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জনসাধারণের সঙ্গে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামে ওয়াসা মোড়ের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় বিশেষ জামাত।

এইবারের দেশে বন্যায় বহু মানুষের ক্ষতি হওয়ার মাঝেই অন্য এক পরিবেশে পালিত হচ্ছে ঈদ উৎসব।

যে সমস্ত জায়গায়, বন্যার ফলে ঈদের জামাত আদায় করার মতো পরিবেশ নেই সেইখানে মসজিদেই অনুষ্ঠিত হয়েছে এই জামাত।