Bangladesh

বাংলাদেশ সফরে আসছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস

বাংলাদেশ সফরে আসছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস

| | 28 Aug 2017, 11:37 am
ঢাকা, আগস্ট ২৮ঃ আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

এই তিন দিনের সফরে উনি এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আসছেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতির মাধ্যমে এই সফরের বিষয় জানিয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়েছে উনি ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

 

এই সফরের সময় পোপের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবার কথা আছে।

 

সফরের সময় বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে পৌরহিত্য করবার কথা আছে পোপের।

 

উনি এই সময় ষোলজন ডিকনকে ধর্মযাজক পদে অভিষিক্ত করবেন।

 

এই প্রথমবার পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফরে আসবেন।


বাংলাদেশে রোমান ক্যাথলিক চার্চের আর্চ বিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও আজকে সাংবাদিকদের এই সফরের বিষয় জানানোর সময় বলেনঃ "পোপ ফ্রান্সিস প্রথমত ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান রূপে বাংলাদেশে রাষ্ট্রীয় সফর করবেন।"

 

পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশে সফরের জন্য এসেছিলেন ১৯৮৬ সালে।

 

ভ্যাটিকানের ২৬৬তম পোপ হিসেবে ২০১৩ সালের ১৩ মার্চ নির্বাচিত হয়েছিলেন ফ্রান্সিস।

 

Photo: WFP/Giulio D’Adamo