Bangladesh

ভারত-বাংলাদেশ উদ্বোধন করল চার প্রকল্প

ভারত-বাংলাদেশ উদ্বোধন করল চার প্রকল্প

| | 09 Nov 2017, 04:06 am
ঢাকা, নিউ দিল্লী, নভেম্বর ৯ঃ দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেলসেতুর উদ্বোধন বৃহস্পতিবার করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজকে ভিডিও কনফ্রেন্সের মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়।

 

ভারতের ঋণ সহায়তায় নির্মিত হয়েছে গুরুত্বপূর্ণ রেলসেতু।


ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের জন্য উভয়প্রান্তে বহির্গমন ও কাস্টমস কার্যক্রম ও খুলনা-কলকাতা রুটের নতুন ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ ও আজকে উদ্বোধন করেন দুই দেশের শীর্ষ নেতারা।

 

গণভবন থেকে শেখ হাসিনা এবং দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি।

 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েও আজকের এই কনফরেন্সে উপস্থিত ছিলেন।

 

আজকের এই অনুষ্ঠানের সময় শেখ হাসিনা বলেন, “দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আমরা ভারত এবং অন্যান্য নিকট প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা করতে চাই।"

 

"যেখানে আমরা সুপ্রতিবেশী হিসেবে পাশাপাশি বসবাস করতে পারি এবং জনগণের কল্যাণের জন্য গঠনমূলক কার্যক্রম চালিয়ে যেতে পারি," উনি বলেন।

 

মোদী প্রতিবেশী দেশগুলির নেতাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবার জন্য নিয়মিত সাক্ষাৎ ও আলাপ আলোচনার উপরে জোড় দিয়েছেন।

 

খুলনা-কলকাতা রুটের যাত্রা এখন পরীক্ষামূলকভাবে চালানো শুরু করা হলেও নিয়মিত যাত্রা শুরু হবে ১৬ নভেম্বর থেকে।

 

দীর্ঘ ৫২ বছর পর যাত্রীবাহী ট্রেন এই রুটে আবার চালু হতে চলেছে।

 

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে এই রুতে বন্ধ হয়ে গেছিল ট্রেন চলাচল।

 

শুক্রবার থেকে মৈত্রী এক্সপ্রেস নতুন সূচিতে চলবে।

 

নতুন সুচি অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ ট্রেনটি সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে কলকাতায় পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৪টায়। আর কলকাতা থেকে সকাল ৭টা ১০ মিনিটে রওনা হয়ে বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকা শহরে গিয়ে পৌঁছাবে।