Bangladesh

জিয়া অরফ্যানেজ ট্রাস্ট: পাঁচ বছরের কারাবাস খালেদা জিয়ার

জিয়া অরফ্যানেজ ট্রাস্ট: পাঁচ বছরের কারাবাস খালেদা জিয়ার

| | 08 Feb 2018, 04:19 am
ঢাকা, ফেব্রুয়ারি ৮ ঃ জিয়া অরফ্যানেজ ট্রাস্ট গ্রাফট মামলায় দোষী সাব্যস্ত হয়ে অবশেষে কারাবাসই হল প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বি এন পি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার।

আজ ঢাকার বিশেষ আদালত-৫ অর্থ তছরুপের দায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।

 

এই মামলায় খালেদা-পুত্র তারিক রহমান এবং আরও তিনজনের দশ বছরের কারাবাস এবং প্রত্যেকের দশ কোটি টাকা করে জরিমানার আদেশ হয়েছে।

 

বিচারক মহম্মদ আখতারুজ্জামান যখন তাঁর রায় পড়ে শোনাচ্ছিলেন, তখন খালেদা তাঁর ট্রেডমার্ক শিফনের অফ হোয়াইট সাদা শাড়ি পরে আদালতে বসেছিলেন।

 

বিচারক বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য এবং সামাজিক অবস্থানের কথা মনে রেখে তাঁর কারাবাসের মেয়াদ কম রাখা হয়েছে।

 

রায় বেরোনোর আগেই অসংখ্য বি এন পি সমর্থক শহরের বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে পুলিশের সঙেগ সঞঘর্ষে জড়িয়ে পড়ে।  এ পর্যন্ত পাওয়া খবর, তিনজন আহত হয়েছেন।