Bangladesh

ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান মানুষের

ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান মানুষের

| | 02 Sep 2017, 10:29 am
ঢাকা, সেপ্টেম্বর ২ঃ বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য পরাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শনিবার সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন।

এই বছর বাংলাদেশের দীর্ঘ অঞ্চল বন্যা কবলিত হয়েছে।

 

“এ বছর হাওর অঞ্চলে আগাম বন্যা এবং দেশের কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে অনেক মানুষ ভালভাবে ঈদ করতে পারছে না। বন্যা কবলিত এলাকার মানুষ যাতে ঈদের আনন্দ থেকে থেকে বঞ্চিত না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে," হামিদ বলেছেন।

 

"তাই ঈদুল আজহার পবিত্র এ দিনে আমি দেশের বিত্তবান ও সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানাচ্ছি- সরকারের পাশাপাশি আপনারও সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াবেন," উনি বলেন।

 

দেশের মানুষকে মানবতার সেবায় উৎসর্গ করতে আহ্বান করেন উনি।

 

"মানবতাই ধর্মের মূল বাণী। তাই মানবতার সেবায় আমাদের আত্মোৎসর্গ করতে হবে। আর এটাই ঈদুল আজহার শিক্ষা,” হামিদ বলেছেন।

 

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা আজ ঈদের উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদকে শুভেচ্ছা জানান।

 

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা সকলেই শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে এসেছিলেন।