Bangladesh

রাষ্ট্রপতি এখন বিপদমুক্তঃ আধিকারিক

রাষ্ট্রপতি এখন বিপদমুক্তঃ আধিকারিক

| | 26 May 2013, 03:30 am
ঢাকা, মার্চ ১২: সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ রাষ্ট্রপতি জিল্লুর রহমান এখন বিপদমুক্ত, জানান রাষ্ট্রপতির প্রেস সচিব একেএম নাসের উদ্দিন ভুঁইয়া।

 "রাষ্ট্রপতির স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করে সোমবার থেকেই এবং রাতারাতি তাঁর  অবস্থার অনেকটাই উন্নতি হয়," ভুঁইয়া জানান।

 
সোমবার রহমানের পরিবারের সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয় যে তাঁর স্বাস্থ্যের ক্রমাবনতি ঘটার।
 
"রহমানের হৃদয় কাজ করছে না," জানিয়েছিলেন তাঁর এক পারিবারিক বন্ধু সোমবার। 
 
তিনি জানান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৮৩ বর্ষীয় রাষ্ট্রপতিকে রবিবার রাত্রে ভর্তি করা হয় শ্বাসপ্রশ্বাসের জটিলতার চিকিৎসার জন্য।
 
"কিন্তু হৃদয়ের ক্রিয়াহীনতা ডাক্তাররা এখনো রাষ্ট্রপতির চিকিৎসা শুরু করতে পারেন নি," তিনি জানিয়েছিলেন।
 
সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার আগে রহমানকে শনিবার রাতে শ্বাসপ্রশ্বাসের সমস্যা জন্য ঢাকার কম্বাইন্ড মিলিটারি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছিল।