Bangladesh

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ওনার মন্ত্রীসভা

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ওনার মন্ত্রীসভা

| | 16 Oct 2017, 08:00 am
ঢাকা, অক্টোবর ১৬ঃ বিদেশি গণমাধ্যমে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাহায্য ও আশ্রয় দেওয়ার ফলে ‘মাদার অব হিউম্যানিটি’ নামে অভিহিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মন্ত্রীসভা অভিনন্দন জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আজকে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই শেখ হাসিনাকে তিনটি ইস্যুতে অভিনন্দন জানানো হয়েছে।
 
 
বৈঠকটি অনুষ্ঠিত হয় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
 
 
আল্ম সাংবাদিকদের এই বিষয় কথা বলবার সময় বলেনঃ “সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক খালিজ টাইমসে প্রধানমন্ত্রীকে স্টার অব দি ইস্ট নামে অভিহিত করা হয়েছে। চ্যানেল ফোর মাদার অব হিউম্যানিটি নামে অভিহিত করেছে। এছাড়া দি এশিয়ান এইজ প্রধানমন্ত্রীকে রাউল ওয়ারেন বার্গের সাথে তুলনা করেছে।"
 
 
"এই তিনটি ইস্যুতে মন্ত্রিসভা মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেছে,” উনি বলেন।
 
রোহিঙ্গা সমস্যার মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বলেছেন যে উনি আলোচনার মাধ্যমেই এই বিষয়ের সমাধানে বিশ্বাস রাখেন।
 
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক চেক হস্তান্তর অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা বলেনঃ "আমরা যুদ্ধ চাই না। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব।”
 
 
নিজের দেশের মানুষদের  প্রশংসা করে, উনি বলেনঃ "আমাদের দেশের মানুষের মানবিক গুণ আছে। প্রত্যন্ত এলাকা থেকে সাহায্য নিয়ে তারা রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে।”
 
 
নিজের আসন্ন মিয়ানমার সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বার বার সেই দেশের সরকারকে পালিয়ে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবেন।
 
 
এই বিষয়টি আজকে মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।
 
 
 
রোববার গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত ৩৪তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী।
 
 
 
সেখানে সাংবাদিকদের সাথে কথা বলবার সময় মন্ত্রী বলেনঃ "আমাদের যে অনুপ্রবেশকারী এই দেশে ধুকে পড়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বলব।"
 
 
 
"আমরা তাদেরকে বার বার রিকুয়েস্ট করব  যে তারা যেন নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যান," মন্ত্রী বলেন।
 
 
 
মিয়ানমারে যেন  রোহিঙ্গারা নিরাপদে বসবাস করতে পারে সেই বিষয় আলোচনা করা হবে, জানান মন্ত্রী।