Bangladesh

Estonia Minister Mikser meets SHeikh Hasina, Rohingya issue discussed

Estonia Minister Mikser meets SHeikh Hasina, Rohingya issue discussed

Bangladesh Live News | @banglalivenews | 10 Sep 2018, 11:25 pm
ঢাকা, সেপ্টেম্বর ১১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেন মিকসার।

এই বৈঠকের সময় বিদেশী এই মন্ত্রী হাসিনাকে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির বিষয়টি তুলে ধরেন।


এই দুই নেতার সাক্ষাৎ গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে ঘটেছে।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন যে মিয়ানমার রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করে তবেই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পদক্ষেপ নিতে হবে।

 

হাসিনা বলেন ১১ লাখ রোহিঙ্গাদের বাংলাদেশের মাটিতে শুধু মাত্র মানবিকতার কারণেই স্থান দেওয়া হয়েছে।

 

“প্রধানমন্ত্রী বলেছেন, মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ এবং সমস্যা সমাধানে আমরা তাদের সঙ্গে আলোচনা শুরু করেছি। তারা জোরপূর্বক বিতাড়িত তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তবে এখনও তারা কোন কর্মকাণ্ড শুরু করেনি," করিম বলেন সাংবাদিকদের।

 

মন্ত্রীকে হাসিনা বাংলাদেশের মাটিতে এস্তোনিয়ার বিনিয়োগের আশা প্রকাশ করে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরেন।

 

মন্ত্রী হাসিনাকে বলেন যে উনি চাল বাংলাদেশের সাথে ওনার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক একটি নতুন পর্যায়ে পৌঁছায়।

 

দুই নেতার মধ্যে বৈঠকের সময় তথ্য প্রযুক্তি বিষয়েও কথা হয়েছে।