Bangladesh

EU team appreciates Sheikh Hasina and her developmental works

EU team appreciates Sheikh Hasina and her developmental works

Bangladesh Live News | @banglalivenews | 26 Nov 2018, 12:09 pm
ঢাকা, নভেম্বর ২৬ঃ গুরুত্বপূর্ণ আসন্ন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় সংসদীয় একটি প্রতিনিধি দল।

এই সৌজন্য সাক্ষাৎটি শনিবার অনুষ্ঠিত হয় গণভবনে।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন যে এই দলের নেতৃত্বে ছিলেন জিউসিপ্পে ফার্নান্দিনো।

 

করিম বলেন এই সাক্ষাৎ এর সময় হাসিনা দলটিকে বলেনঃ "১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকাণ্ডের পর দেশে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হয়েছিল এবং এরপর দেশে দীর্ঘ সময় সামরিক শাসন ছিল।"

 

"সে সময়কার সামরিক শাসকেরা যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের বিভ্রান্ত করেছিল। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি," উনি বলেন।

 

আর্থ-সামাজিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে উনি এই সময় তুলে ধরেন এই ইউরোপীয় দলের সামনে।

 

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে নারীর ক্ষমতায়নের বিষয়গুলিকে এই দল প্রশংসা করেছেন, জানিয়েছেন করিম।