Bangladesh

EVM to be used in six seats

EVM to be used in six seats

Bangladesh Live News | @banglalivenews | 26 Nov 2018, 07:56 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২৬ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য ৪৮টি সংসদীয় আসন বেছে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন ও জেলা সদর সংশ্লিষ্ট ৪৮টি আসনের মধ্যে ছয়টিতে ইভিএম ব্যবহারের জন্য দৈবচয়নের মাধ্যমে বেছে নেয়া হবে আজ সোমবার। বিকেল ৫টায় প্রকাশ্যে সাংবাদিকদের উপস্থিতিতে রাজধানীর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে কম্পিউটারের প্রোগ্রামিংয়ের মাধ্যমে এ দৈবচয়ন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ছাড়াও চার নির্বাচন কমিশনারসহ ইসি কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন। রোববার রাতে ইসি যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এর আগে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আসন্ন সংসদ নির্বাচনে কোন ছয়টি আসনে দৈবচয়নের মাধ্যমে ইভিএম বেছে নেয়া হবে সে সম্পর্কে বলেন, সিটি করপোরেশন ও জেলা সদর সংশ্লিষ্ট ৪৮টি আসন থেকে ওই ছয়টি আসন বেছে নেয়া হবে।


৪৮টি আসন হলো- ঠাকুরগাঁও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২, লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২ ও ৩, সাতক্ষীরা-২, ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা-৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ,১৩, ১৫, ১৬, ১৭ ও ১৮, গাজীপুর-২, নরসিংদী-১ ও ২, নারায়ণগঞ্জ-৪ ও ৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২ এবং চট্টগ্রাম-৯, ১০ ও ১১।

 

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।