Bangladesh

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবেন বিখ্যাত ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবেন বিখ্যাত ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ

| | 26 Dec 2017, 07:35 am
ঢাকা, ডিসেম্বর ২৬ঃ এইবার ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড শিল্পী শাফিন আহমেদ।

আজ এই বিষয়টি পরিষ্কার হয়েছে।

 

প্রসঙ্গত, জাতীয় প্রেস ক্লাবে আজ সাংবাদিকদের সামনে ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে।

 

শাফিন এনডিএম এর হয়ে এই নির্বাচনে লড়বেন।

 

আহমেদ অনিবন্ধিত দল এনডিএমের উচ্চ পরিষদের একজন সদস্য।

 

সংবাদ সম্মেলনের সময় ববি হাজ্জাজের পাশে বসে থাকতে দেখা যায় শাফিনকে।

 

তবে, উনি একটি কথাও আজ বলেনি।

 

লিখিত বক্তব্যে ববি দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে শাফিনকে সমর্থন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

“আমরা এক ব্যক্তি, এক পরিবারকে ক্ষমতায় রাখার রাজনীতি চাই না। ক্ষমতা দখলের নির্লজ্জ লড়াই, এক ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত রাখার পারিবারিক রাজনীতি চাই না। আমরা জনগণের প্রতিষ্ঠিত প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চাই," ববি জানিয়েছেন।

 

ববি সাংবাদিকদের বলেন যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশনে আবেদন করেছেন ওনার দল।

 

তবে, এখনও পর্যন্ত  নিবন্ধন না পাওয়ায়ফ ফলে এই শিল্পীকে দলীয় সমর্থন দেবেন ওনারা।

 

ববি বলেন যে উনি মনে করেন যে শাফিন ঢাকার মানুষদের প্রত্যাশা পুরনে সক্ষম হবেন।

 

সম্প্রতি মেয়র আনিসুল হকের মৃত্যুর ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদ ১ ডিসেম্বর থেকে শূন্য হয়ে গেছে।

 

Image: Shafin Ahmed Twitter page