Bangladesh

শেখ হাসিনার নামে নেত্রকোণায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একটি আইনের খসড়া পাস হল সংসদে

শেখ হাসিনার নামে নেত্রকোণায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একটি আইনের খসড়া পাস হল সংসদে

| | 29 Jan 2018, 09:43 am
ঢাকা, জানুয়ারি ২৯ঃ দেশের সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নেত্রকোণায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় একটি আইনের খসড়া পাস হয়েছে।

‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’ রোববার  কণ্ঠভোটের মাধ্যমে পাস হয়েছে।

 

এই বিলটি সংসদে প্রস্তাব করেন  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

আগে নিস্পতি করা হয়েছে  বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো।

 

সংসদে গত ২০ নভেম্বর পাস করা হয়   ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭’ ।

 

৩৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে বাংলাদেশে আছে।

 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা  আরও দুটি নতুন যোগ দিলে দাঁড়াবে ৪০।