Bangladesh

২৫ মার্চ এইবার থেকে ‘গণহত্যা দিবস, পাশ করল সংসদ

২৫ মার্চ এইবার থেকে ‘গণহত্যা দিবস, পাশ করল সংসদ

| | 11 Mar 2017, 11:49 am
ঢাকা, মার্চ ১১ঃ সংসদ সম্মতি জানিয়েছেন ১৯৭১ সালের ২৫ মার্চ দিনটিকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করবার প্রস্তাবটি।

সর্বসম্মতভাবে এই প্রস্তাব সংসদে পাশ করা হয়েছে।


শনিবার জাতীয় সংসদে সর্বসম্মতভাবে প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে।

তার আগে, এই বিষয়ের উপরে আলোচনা হয়েছে।

আলোচনায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৫ মার্চের রাতে,পাকিস্তানি সেনাবাহিনী বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল।