Bangladesh

সিলেটঃ আস্তানায় প্রাণ হারিয়েছেন ২ জঙ্গি

সিলেটঃ আস্তানায় প্রাণ হারিয়েছেন ২ জঙ্গি

| | 26 Mar 2017, 09:47 am
সিলেট, মার্চ ২৬ঃ দেশের সেনাবাহিনী জানিয়েছেন যে সিলেটের দক্ষিণ সুরমার আস্তানায় অন্তত দুই জঙ্গিকে এখনও পর্যন্ত হত্যা করা হয়েছে।

তবে এও জানানো হয়েছে যে অভিযান এখনও চলবে যেহেতু ভেতরে আরও জঙ্গি থাকতে পারে।

 


দক্ষিণ সুরমার শিববাড়ীর পাঠানপাড়ার আতিয়া মহল ঘিরে এখন তিনদিন ধরে অভিযান চলছে।

 

সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান আজ এই বিষয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

 

সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন শনিবার থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ অভিযান শুরু করেছে।

 

গতকাল অভিযানের মাঝেই কাছের এক অঞ্চলে বোমা বিস্ফোরণে  ছয় ব্যাক্তি প্রাণ হারিয়েছেন ।

 

রোববার সকালেও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

 

আহসান বলেনঃ "দুজন নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত দেখতে পেয়েছি। "

 

উনি বলেন নিহত দুই ব্যাক্তি পুরুষ।

 

উনি বলেন যে সেনাবাহিনীর ধারণা যে ভেতরে থাকা জঙ্গিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং বেশ দক্ষ।

 

উনি বলেন এই অপারেশন শেষ হতে সময় লাগবে।

 

তবে সেনাবাহিনীর এখনও কেউ এই অভিযানে প্রাণ হারাননি।