Bangladesh

ফ্লোরিডা হামলাঃ ঘটনার নিন্দা করলেন হাসিনা

ফ্লোরিডা হামলাঃ ঘটনার নিন্দা করলেন হাসিনা

| | 13 Jun 2016, 01:40 pm
ঢাকা, জুন ১৩- ফ্লোরিডায় কমিউনিটি ক্লাবে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনাটিকে নিন্দা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামাকে এই ঘটনার নিন্দা জানিয়ে নিজের বার্তায় বলেছেন যে বাংলাদেশের সরকার যে কোনো ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলেন।

 

"সম্ভাব্য কঠোর ভাষায় আমি এই হীন সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানাই," নিজের বার্তায় হাসিনা বলেছেন।

 

সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করা উচিত, বলেন প্রধানমন্ত্রী।

 

রোববার ফ্লোরিডায় পালস নামের সমকামীদের নৈশক্লাবে ঢুকে ওমর মতিন ন্মামের এক যুবক গুলি করে ৫০ জনকে মারেন।

 

আহত হন ৫৩ জন।

 

পরে, পুলিশের গুলিতে নিহত হন এই ব্যাক্তি।