Bangladesh

Factory workers to get three-day Eid holiday
পোশাক শিল্পে কর্মব্যস্ত শ্রমিকরা (ফাইল ছবি)।

Factory workers to get three-day Eid holiday

Bangladesh Live News | @banglalivenews | 17 Jul 2020, 01:42 am
Factory workers will get a three-day holiday during the upcoming Eid-Al-Azha festivity, said officials in Bangladesh.

তিনি বলেন, ‘সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি থাকবে। ছুটিটা যাতে সবাই মেনে চলে আমরা সেই বিষয়ে বলেছি। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন আমরা সেটা লক্ষ্য রাখব।’
শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়েছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন।’
সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, বিজিএমইএ, বিকেএমইএ নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৩ জুলাই মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, ছুটি তিনদিনই থাকবে। ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে বলেও জানান তিনি।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহায় গণপরিবহন চলাচল করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।
তবে ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে এবং ঈদের তিনদিন পর পর্যন্ত মোট ৯ দিন যেকোনো ধরনের পণ্যবাহী যানবাহন বন্ধ থাকবে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।