Bangladesh

গুপ্তহত্যায় জড়িতদের খুঁজে খুঁজে বার করা হবেঃ হাসিনা

গুপ্তহত্যায় জড়িতদের খুঁজে খুঁজে বার করা হবেঃ হাসিনা

| | 11 Jun 2016, 05:14 am
ঢাকা, জুন ১১- দেশের লাগাতার হত্যার ঘটনার পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন যে এই সমস্ত ঘটনার পেছনে যারা আছেন তাদের খুঁজে খুঁজে বের করবে তার সরকার।

"এদের খুঁজে খুঁজে আমরা বের করব," প্রধানমন্ত্রী আজ বলেছেন।

উনি বলেনঃ "বাংলাদেশে যাবে কোথায়?"

উনি বলেন এই ঘটনার সাথে জড়িত কেউ 'পার পাবে না'।

আজকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

"এই গুপ্তহত্যাও আমরা বন্ধ করতে পারবো," হাসিনা বলেন।

বিদেশি, হিন্দু পুরোহিত, ব্লগার সহ একাধিক ব্যাক্তিকে গত কিছু মাস ধরে এই দেশে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এই ঘটনাগুলি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

“ইসলাম ধর্ম তো কাউকে খুন করতে বলেনি। অহেতুক নিরীহ মানুষগুলোকে খুন করা, এটা কোন ধরনের ধর্ম পালন?" প্রধানমন্ত্রী আজ বলেছেন।

এক হিন্দু আশ্রমের সেবককে শুক্রবার পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ব্যাক্তির পরিচয় হল নিত্যরঞ্জন পাণ্ডে।