Bangladesh

Festival around Kotaparay over Sheikh Hasina's public rally

Festival around Kotaparay over Sheikh Hasina's public rally

Bangladesh Live News | @banglalivenews | 11 Dec 2018, 10:44 pm
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ডিসেম্বর ১২: আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলা সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্দীপনা। জনসভার প্রচার-প্রচারণা নিয়ে কোটালীপাড়া উপজেলা মুখরিত হয়ে উঠেছে। বর্ণিল সাজে কোটালীপাড়াকে সর্জিত করা হয়েছে। জনসভা সফল করতে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। তবে কোটালীপাড়া হচ্ছে তার নির্বাচনী প্রথম জনসভা।


গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, কোটালীপাড়ার সভা শেষে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

 

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন বলেন, বুধবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাাকর্মীদের সঙ্গে  মত বিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, পিছিয়ে পড়া এই জনপদকে আধুনিক কোটালীপাড়া হিসেবে গড়ে তুলেছেন শেখ হাসিনা। আমাদের কর্মসংস্থানসহ সব ধরনের উন্নয়ন করেছেন।

 

কোটালীপাড়াবাসীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তিনি। আমরাও তাকে শ্রদ্ধা করি। তাই ভোট দিয়ে আবার নির্বাচিত করব তাকে।