Bangladesh

বুঝিনা কেন ১২৩ ভাগ বেতন বৃদ্ধির পরেও কিছু মানুষ অসন্তোষ প্রকাশ করছেনঃ হাসিনা

বুঝিনা কেন ১২৩ ভাগ বেতন বৃদ্ধির পরেও কিছু মানুষ অসন্তোষ প্রকাশ করছেনঃ হাসিনা

| | 11 Jan 2016, 09:58 am
ঢাকা, জানুয়ারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জিজ্ঞাসা করেছেন যে ১২৩ ভাগ বেতন বৃদ্ধির পরেও দেশে কেন কিছু মানুষ অসন্তোষ প্রকাশ করছেন তা উনি বুজতে পারেনা।

"আমরা ১২৩ হার বেতন বৃদ্ধি করেছি। পৃথিবীর কোনও দেশ এটা করতে পারেনি," বলেন হাসিনা।

 

"বাড়ানোর পর অনেকের মধ্যে অসন্তোষ। এত বেতন বাড়ানোর পর কেন এত অসন্তোষ, তা আমার বোধগম্য নয়," উনি বলেন।

 

"এত দিলেও কিছু মানুষ সুখি হয় না। কেন হয় না তা আমাদের চিন্তার বিষয়," প্রধানমন্ত্রী বলেন।

 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় হাসিয়ান এই কথাগুলি  বলেছেন।

 

প্রসঙ্গত, হাসিনা এই কথাগুলি এমন সময় বলেছেন যখন দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আজ থেকে নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে টানা কর্মবিরতি শুরু করেছেন।